ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভারত-বাংলাদেশ একজোট হয়ে করোনা মোকাবিলা করছে: মোদি 

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৪:২৪, ২৭ মার্চ ২০২১
ভারত-বাংলাদেশ একজোট হয়ে করোনা মোকাবিলা করছে: মোদি 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা মহামারির সময় ভারত ও বাংলাদেশ উভয় দেশই নিজেদের সামর্থ‌্যের পরিচয় দিয়েছে। আজ উভয় দেশ এই মহামারির জোরদার মোকাবিলা করছে। একসঙ্গে হয়ে মোকাবিলা করছে। মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকের কাছেও যাতে পৌঁছায় সেটাকে ভারত নিজেদের কর্তব্য মনে করে কাজ করছে।

শনিবার (২৭ মার্চ) গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 
নরেন্দ্র মোদি বলেন, ‘আজ ভারত ও বাংলাদেশের সামনে যে অভিন্ন চ্যালেঞ্জ রয়েছে তার সমাধানের জন্য শ্রী শ্রী হরিচাঁদ দেবজীর অনুপ্রেরণা খুবই গুরুত্বপূর্ণ। দু’দেশের একজোট হয়ে প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করা উচিত। এটি আমাদের কর্তব্য। এটি দু’দেশের কোটি কোটি জনগণের কল্যাণের পথ।’ 

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস যে শ্রী শ্রী হরিচাঁদ দেবের আর্শিবাদে এবং শ্রী শ্রী গুরুচাঁদ দেবের প্রেরণায় আমরা দুদেশ একবিংশ শতকের এই গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের লক্ষ্য পূরুণ করবো। ভারত ও বাংলাদেশ উন্নতি এবং প্রেমের পথে বিশ্বে পথপ্রদর্শন করতে থাকবে। এই শুভ কামনাসহ আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় হিন্দ। ভারত-বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক।’

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়