ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাকিস্তানের অস্ত্রের চেয়েও শক্তিশালী ছিল’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৭:১৫, ২৭ মার্চ ২০২১
‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাকিস্তানের অস্ত্রের চেয়েও শক্তিশালী ছিল’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ যে ভাষণ দিয়েছিলেন তা পাকিস্তানের অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী ছিলো।’

শনিবার (২৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত ‘স্থানীয় সরকারে বঙ্গবন্ধুর ভাবনা এবং করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তখন পাকিস্তানের মতো বাঙালির হাতে কামান, বন্দুক, গোলা-বারুদ কোনো অস্ত্রই ছিল না। কিন্তু বঙ্গবন্ধুর আহ্বান বাঙালির কাছে তাদের সেই অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী ছিল।’

তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শুধু শক্তিশালী করলেই হবে না, এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করা সম্ভব নয়। সবাইকে ভালো রাখতে হলে সবার অংশগ্রহণ প্রয়োজন। এটাই ছিল বঙ্গবন্ধুর দর্শন। এ দর্শন বাস্তবায়িত হলে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে।’

ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানসহ অন্য জনপ্রতিনিধিদের নৈতিক অবস্থার উন্নয়ন ঘটলে গ্রামাঞ্চল তথা সারা দেশের উন্নতি ঘটবে বলে অভিমত ব‌্যক্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী। জনপ্রতিনিধিদের নৈতিক আদর্শ গড়ে তোলার জন্য কাজ করতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটকে (এনআইএলজি) নির্দেশ দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক সালেহ মোহাম্মদ মোজাফফর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়