ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হেফাজতের সহিংসতার প্রতিবাদে ওলামা-মাশায়েখদের মানববন্ধন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৩, ২৯ মার্চ ২০২১  
হেফাজতের সহিংসতার প্রতিবাদে ওলামা-মাশায়েখদের মানববন্ধন

হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে অগ্নিসংযোগ-ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২৯ মার্চ) মানববন্ধন করেছেন দেশের ওলামা-মাশায়েখবৃন্দ। 

এদিন সকাল থেকেই রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের ব্যানারে সমবেত হতে থাকেন তারা। বেলা বাড়তে থাকলে মানববন্ধনও দীর্ঘতর হতে থাকে। এসময় মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা মুফতি হারুন রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। 

ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ সমন্বয়ক ও ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন তার বক্তব্যে বলেন, ধর্মের নামে যারা জনগণের ও সরকারি সম্পত্তি ধ্বংস করে, মানুষ ও তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করে, তারা শুধু দেশ, জনতা ও রাষ্ট্রেরই শত্রু নয়, তারা ধর্মেরও অপব্যাখ্যাকারী।’

ইসলাম শান্তির ধর্ম, তাই ধর্মকে আশ্রয় করে কোনো সহিংসতা ইসলাম সমর্থন করে না এবং এই ধরনের সহিংসতাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে বলেও মানববন্ধন থেকে দাবি জানান ওলামা-মাশায়েখবৃন্দ।

আসাদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ