ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভিড় বেড়েছে বাজারে, নেই  সামাজিক দূরত্ব 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৪ এপ্রিল ২০২১  
ভিড় বেড়েছে বাজারে, নেই  সামাজিক দূরত্ব 

সারাদেশে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘সর্বাত্মক লকডাউন’। এই লকডাউনের মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজানও। ফলে মাছ, মাংস, কাঁচাবাজার, মুদি দোকান, সুপার শপ, ফলের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। তবে সুপার শপ বাদে অন্য বাজারগুলোয় সাধারণ জনগণ সামাজিক দূরত্ব মেনে চলছেন না। রাজধানীর বাসাবো, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগ, মগবাজার এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

বিশেষ করে রাজধানীর বিভিন্ন মাছ, মাংস, কাঁচাবাজার ও মুদি দোকানে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে গাদাগাদি করে কেনা-কাটা করছেন ক্রেতারা। যে যেমন করে পারছেন, গা-ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বাজার করছেন।

দক্ষিণ বনশ্রী বাজারের মুরগী বিক্রেতা লাল চান বলেন, ‘বাজারে যারা আসছেন, তাদের অনেকেই সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। আমরা দূরত্ব বজায় রাখার কথা বললেও ক্রেতারা তেমন গুরুত্ব দেন না।’

খিলগাঁও বাজারে মাছ কিনতে আসা আমিন মিয়া বলেন, ‘আমি নিজে দূরত্ব বজায় রেখে চলতে চেষ্টা করছি। তবে অন্যরা ঠিকমতো মানছেন না। এখানে এসে দেখি, কে আগে কিনবেন, সেই জন্য সবাই ব্যস্ত। এভাবে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না। ফলে বাজারে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আরেফিন বলেন, ‘আমরা বরাবরের মতোই সব বিষয়ে সতর্ক আছি। যখনই কোনো অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে তা নিয়ে কাজ করছি।  এটি চলমান আছে। ভোক্তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, সে বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।’

প্রসঙ্গত, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৮ দিনের জন্য লকডাউন ঘোষণা করে সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করা যাবে।

ঢাকা/এনটি/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়