ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৫ এপ্রিল ২০২১  
রোহিঙ্গা শিবিরে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে জাপান

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ১ মিলিয়ন ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে জাপান সরকার। এই সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা খাদ্য পানি ও স্যানিটেশন এবং আশ্রয় সহায়তা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানায়, জাপান প্ল্যাটফর্ম (জেপিএফ) সহায়তা প্রদান করবে। জিপিএফ হচ্ছে একটি আন্তর্জাতিক জরুরি মানবিক সহায়তা সংস্থা।

উল্লেখ্য, আজকের এই সহায়তাসহ ২০১৭ সালের আগস্ট থেকে এই পর্যন্ত জাপান রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে ১৫৬ মিলিয়ন ডলার সহায়তা এসেছে জাপান সরকারের পক্ষ থেকে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশ পালিয়ে আশ্রয় নেন আট লাখ রোহিঙ্গা।  এর আগে আসেন আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ। এর মধ্যে উখিয়ার ২৩টি আশ্রয়শিবিরে রোহিঙ্গা আছে প্রায় ৯ লাখ।

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়