ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘লকডাউনের চেয়েও বেশি জরুরি আড়াই কোটি মানুষের জীবন রক্ষা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১৬ এপ্রিল ২০২১  
‘লকডাউনের চেয়েও বেশি জরুরি আড়াই কোটি মানুষের জীবন রক্ষা’

‘করোনার সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন জরুরি। তবে, ৫০ লাখ চালক ও তাদের ওপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষের জীবন রক্ষা তার চেয়েও বেশি জরুরি। কিন্তু, তাদের জীবন রক্ষার পদক্ষেপ না নিয়ে রাস্তায় চলাচলে বাধা দেওয়া ও রিকশা ভাঙচুর করা সম্পূর্ণ অনৈতিক ও অগণতান্ত্রিক।’

শুক্রবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেছেন রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

জীবন-জীবিকা রক্ষায় বিকল্প ব্যবস্থা না করে লকডাউন চলাকালে রিকশা আটক, ভাঙচুর ও চলাচলে বাধা দেওয়ার তীব্র নিন্দা এবং চালকদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।

রিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চালক এবং তাদের পরিবার রক্ষায় লকডাউনকালে প্রতিদিন খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন খালেকুজ্জামান লিপন ও ইমরান হাবিব রুমন। অন্যথায়, রিকশাচালক-শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছেন তারা।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ