ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:১১, ১৭ এপ্রিল ২০২১
‘ব্রাহ্মণবাড়িয়ায় হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হবে’

ভার্চুয়াল মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নিয়ে এ তথ‌্য জানান তিনি।

করোনা সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে ভার্চুয়াল মতবিনিময় সভা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

সভায় সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেখানকার জেলা পরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।’

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব, সব বিভাগের পরিচালক, জেলায় কর্মরত উপ-পরিচালক এবং জনপ্রতিনিধিরা অংশ নেন।

আসাদ/রফিক

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়