ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘শৃঙ্খলা নেই, টিকিট পেতে ভোগান্তি পেতে হচ্ছে’

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৩৬, ১৮ এপ্রিল ২০২১

‘এই টিকিট পেতে আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। সৌদি এয়ারলাইন্সের টিকিট বিতরণের ক্ষেত্রে কোনো শৃঙ্খলা মানা হচ্ছে না, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যে যেমন পারছে হুড়োহুড়ি করে লাইনে ভিড় করছেন। নারীদের জন্য আলাদা কোনো লাইন নেই।’

কথাগুলো বলছিলেন সৌদি প্রবাসী যাত্রী মোছা. রাহেলা আমিন। 

রোববার (১৮ এপ্রিল) ভোরে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে তিনি ঢাকায় এসেছেন।

রাহেলা আমিন রাইজিংবিডিকে বলেন, ‘আমার ৭ তারিখে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের টিকিট ছিল। সেটা বাতিল হওয়ায় পর ১৬ তারিখে দেয়, সেটা বাতিল হওয়ায় পর আজ রাত ১২ টা ৪০ মিনিটের ফ্লাইট দিয়েছে।’ 

করোনা পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আর করোনা টেস্টের বিষয়ে তারা কাগজ দিয়ে দিয়েছে। সেখানে টেস্ট করালে আজকেই রিপোর্ট দিয়ে দেবে। আমি সব প্রস্তুতি নিয়ে এসেছি। সঙ্গে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছি।’ 
লকডাউনের ভেতরে নোয়াখালী থেকে ঢাকায় কীভাবে আসলেন জানতে চাইলে তিনি চোখ মুছতে মুছতে বলেন, ‘খুব কষ্ট করে ঢাকা এসেছি। রিক্সা-ভ্যান গাড়িতে চড়ে অতিরিক্ত ভাড়া দিয়ে আসা লেগেছে। ৩৫০ টাকার ভাড়া ১০০০ টাকা দিয়েছি। আমাদের আজকে ঢাকায় আসতে ৪০০০ টাকা খরচ হয়েছে।’ 

শুধু রাহেলা আমিন নয়, তার মতো শত শত সৌদি প্রবাসী যাত্রী ভোর থেকে ভিড় করেছেন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে। লকডাউনের কারণে বন্ধ রয়েছে গণপরিবহন। একারণে সবাই প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেলে করে বাড়তি ভাড়া দিয়ে ঢাকায় এসেছেন টিকিটের জন‌্য। 

সৌদি প্রবাসী আরেক যাত্রী হোসনে আরা বেগম বলেন, ‘আমি টিকেট নিতে মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে সকালে ঢাকায় এসেছি। আমাকে সোমবার দিবগত রাতে টিকিট দেওয়া হয়েছে। অনেক কষ্ট করে টিকিট পেয়েছি। প্রবাসীদের টিকিট পেতে এতো দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ আমরাই দেশের রেমিট‌্যান্স যোদ্ধা।’

তিনি আরও বলেন, ‘কবে থেকে টিকিট দেওয়া হবে সে বিষয়ে সৌদি এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তারা ফোন ধরেনি। পরে গণমাধ‌্যমে খবর দেখে জানতে পারি রোববার থেকে টিকিট দেওয়া হবে। এ কারণে আজ লকডাউনের মধ্যে ভোরে মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে রওয়ানা দিয়ে ঢাকায় এসে পৌঁছেছি। কত কষ্ট করে ঢাকায় পৌঁছেছি তা বলার মতো না।’ 

ফেনী থেকে আসা এক প্রবাসী যাত্রী বলেন, ‘টিকিট কবে পাবো নিশ্চিত করে বলছে না। সড়কে গণপরিবহন চলছে না। দ্বিগুণ ভাড়া দিয়ে প্রাইভেটকারে করে এখানে এসেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন রাইজিংবিডিকে বলেন, ‘সকাল থেকেই টিকিট দেওয়া শুরু করেছি। আজ ১৪ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে। যেসব যাত্রী আজ টিকিট পাচ্ছেন তারা ১৯ এপ্রিল যেতে পারবেন। এছাড়া, পর্যায়ক্রমে সবার টিকিট দেওয়া হবে।’

## প্রবাসী যাত্রীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স 

## আজও সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে যাত্রীদের ভিড়

## সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে যাত্রীদের ভিড়, ফ্লাইটের কোনো তথ্য নেই

## সৌদি এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট রোববার থেকে

ঢাকা/তানিম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়