Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

‘এস এম মহসীনের মৃত্যু টিভি ও মঞ্চ নাটকের জন্য অপূরণীয় ক্ষতি’ 

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৮ এপ্রিল ২০২১  
‘এস এম মহসীনের মৃত্যু টিভি ও মঞ্চ নাটকের জন্য অপূরণীয় ক্ষতি’ 

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট টেলিভিশন ও মঞ্চ অভিনেতা এস এম মহসীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

রোববার (১৮ এপ্রিল) গণমাধ‌্যমে পাঠানো এক শোকবার্তায়  প্রতিমন্ত্রী বলেন, ‘অভিনেতা এস এম মহসীনের মৃত্যু টিভি ও মঞ্চ নাটকের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর সুনিপুণ অভিনয়শৈলীর মধ্য দিয়ে দর্শক হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অভিনেতা এস এম মহসীন করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়