ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রাথমিক শিক্ষকদের আইডি কার্ড ইস্যুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২১ এপ্রিল ২০২১  
প্রাথমিক শিক্ষকদের আইডি কার্ড ইস্যুর নির্দেশ

করোনার সময় জরুরি প্রয়োজনে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আইডি কার্ড ইস্যুর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় প্রাথমিক শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ইস্যুরও নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা, থানা শিক্ষা অফিসার ও ইউআরসি ইনস্ট্রাক্টরদের এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাফতরিক পরিচয়পত্রের ব্যবহার হয়ে থাকে। দাফতরিক পরিচয়পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় কর্মরত সব শিক্ষক ও কর্মচারীকে দাপ্তরিক পরিচয়পত্র দেওয়া এবং কর্মক্ষেত্রসহ দৈনন্দিন চলাচলে এর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ  করা হয়। 

পরিচয়পত্রের নমুনায় ছবি সংবলিত অংশে পদবিসহ শিক্ষক ও কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম উল্লেখ থাকতে হবে। আর বিপরীত অংশে শিক্ষক-কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, জরুরি যোগযোগকারীর নাম, পদবী ও মোবাইল নম্বর, উপজেলা, থানার নাম উল্লেখ থাকবে।

নির্দেশনা পরিচয়পত্র দেওয়া ও ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে:

১. প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা, থানা শিক্ষা অফিসার।

২. অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সবার ও প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানের পরিচয়পত্র দেবেন।

৩. কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করতে হবে।

/ইয়ামিন/এনই/ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়