ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩৭, ২৭ এপ্রিল ২০২১
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রে প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনার এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার অংশ হিসেবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে অনুদানের এই অর্থ দিয়েছেন।

এদিকে এ বিষয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল রাইজিংবিডিকে বলেন, গণমাধ্যমে বিরাজমান নৈরাজ্যকর অবস্থার কথা প্রধানমন্ত্রী জানেন। তিনি মালিকদের একাধিক বার বলেছেন কাউকে ছাঁটাই না করতে,  সাংবাদিক  শ্রমিক কর্মচারীদের ঠিকমত বেতন- ভাতা দেওয়ার জন্য। কিন্তু বাস্তব অবস্থা অনেক ক্ষেত্রেই ভিন্ন। বহু সাংবাদিক বেকার, চাকরিচ্যুতরা পাওনা পাচ্ছে না। 

তিনি বলেন, করোনার ভয়াবহ সংক্রমণ আবার সামনে ঈদ। এ অবস্থায় বিএফইউজে’র পক্ষ থেকে সারাদেশের সাংবাদিকদের জন্য ১০ কোটি টাকা চেয়েছিলাম। সাংবাদিকবান্ধব মানবিক প্রধানমন্ত্রী সাংবাদিকদের অবস্থার কথা বিবেচনা করে আগের মতোই  সহযোগিতার হাত বাড়িয়েছেন। এজন্য এদেশের সাংবাদিক সমাজ কৃতজ্ঞ।

পারভেজ/ইভা/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়