Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

ছয় বিভাগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৩০ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৫০, ১ মে ২০২১
ছয় বিভাগে ঝড়ের আশঙ্কা

আজ বিকেল বা সন্ধ্যার দিকে দেশের দেশের ছয় বিভাগে বড় ধরনের ঝড় আঘাত হানতে যাচ্ছে। এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার (৩০ এপ্রিল) আবহাওয়াবিদ শাহীনুর রহমান এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  একেক এলাকায় একেক সময়ে এ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এ ঝড় ও ঝোড়ো হাওয়া খুব বেশিক্ষণ স্থায়ী হবে না।  কিন্তু ঝড়ের গতিবেগ অনেক বেশি হতে পারে। সঙ্গে বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।  আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়