ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছুটি বাড়ানোর দাবিতে রাস্তায় পোশাক শ্রমিকরা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১০ মে ২০২১   আপডেট: ১৩:১১, ১০ মে ২০২১
ছুটি বাড়ানোর দাবিতে রাস্তায় পোশাক শ্রমিকরা 

ফাইল ছবি

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরের কালশীতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। 

সোমবার (১০ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বিক্ষোভ করছিলেন।  এ কারণে ওই এলাকায় তীব্র যানজট দেখা যায়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী রাইজিংবিডিকে বলেন, শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।  পাশাপাশি তাদের ছুটি বাড়ানোর জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার পরপরই শ্রমিকরা কালশীর বিভিন্ন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন।  এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ঈদে মাত্র ৩ দিন ছুটি দেওয়া হয়েছে। অথচ এই ৩ দিন ছুটিতে বাড়ি যাব, আবার আসবো কিভাবে।  পাশাপাশি ছুটি যাতে বেশি হয় সেজন্য রাত জেগে কাজ করেছি। এখন তিন দিনের বেশি ছুটি দেবে না।  

এদিকে, শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখায় কালশী ও মিরপুরের বিভিন্ন রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়