ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ৬ জুন ২০২১   আপডেট: ১৭:১৭, ৬ জুন ২০২১
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া হবে

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের চীন থেকে আসা সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৬ জুন) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ্য জানান।

ডা. রোবেদ আমিন বলেন, 'চীনের সিনোফার্ম থেকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছি। শিগগিরই আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাব, আশা করছি। সেগুলো হাতে এলেই আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করবো।'

ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছে বা যারা সামনের পরীক্ষার জন্য অপেক্ষা করছে, তাদের অগ্রাধিকারে ভিত্তিতে এ টিকা দেওয়া হবে। পরবর্তী এক মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে।'

তিনি আরও বলেন, 'চীন প্রথম দফায় আমাদের যে ৫ লাখ টিকা উপহার দিয়েছিল, সেগুলো আমরা গত ২৫ মে থেকে প্রায় ২ হাজার ১৬২ জনকে প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছি। সিনোফার্মের এই টিকাগুলো আমাদের যেসব মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থী আছে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চীনের কর্মরত যেসব ব্যাক্তি রয়েছে, তাদের জন্য নিবেদিত করা হয়েছে। এছাড়াও সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হবে, সে অনুযায়ী আমরা আরও প্রায় দেড় কোটি ডোজ পরিমাণ টিকা পাব।'

এই টিকা বিষয়ে সিনোফার্ম জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৭৯.৩৪ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া বিষয়ে জানতে চাইলে ইউজিসির সচিব (চলতি দায়িত্ব) ফেরদৌস জামান বলেন, 'আগামী সপ্তাহের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরুর কথা রয়েছে। সেটি শুরু হলে পরবর্তী একমাসের মধ্যে মোট ১ লাখ ১০ হাজার শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকা দেওয়া কার্যক্রম শেষ হলে ঈদুল আজহার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা আগের মতো স্বাভাবিকভাবে চালু করা হবে।'

ঢাকা/মেসবাহ/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়