ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৌদি আরবে মধ্য দুপুরে শ্রমিকদের ছুটি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ জুন ২০২১   আপডেট: ০০:২৭, ১৪ জুন ২০২১
সৌদি আরবে মধ্য দুপুরে শ্রমিকদের ছুটি

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিক (ফাইল ফটো)

মরুভূমির দেশ সৌদি আরবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য দুপুরে সূর্যের আলো সরাসরি পড়ে। তাই এ সময়ে শ্রমিকদের সব ধরনের কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছে দেশটির সরকার।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য দুপুরে সরাসরি সূর্যের আলোতে সব ধরনের কাজকর্ম বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সৌদি আরবে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার। ২০১৩ সালের ২৯ জুন থেকে এ নিয়ম কার্যকর আছে। এর আগে দেশটিতে সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল বৃহস্পতি ও শুক্রবার। জনস্বার্থ, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে শুক্র ও শনিবার ছুটির সিদ্ধান্ত নেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়