Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৬ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১১ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

তিনমাস পর চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৪ জুন ২০২১   আপডেট: ১০:৫৫, ১৪ জুন ২০২১
তিনমাস পর চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন

গত মার্চে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কার্যক্রম বন্ধ ছিল।  মঙ্গলবার (১৫ জুন) থেকে সাময়িকভাবে আবার চালু হচ্ছে এ রেলস্টেশন।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৩ জুন) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের অপারেটিং কার্যক্রম পরিচালনার জন্য সিগনালিংসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম এবং বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়াদি সংস্কার প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রী সুবিধা বিবেচনায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্টেশনটি সাময়িকভাবে ডি ক্লাস স্টেশন হিসেবে পরিচালনা করা হবে।

আরো বলা হয়, ১৫ জুন থেকে আপাতত পাঁচ জোড়া মেইল এক্সপ্রেস/কমিউটার, সুরমা মেইল (১৯২০), ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭/৩৮), কর্ণফুলী কমিউটার (৩/৪) ও তিতাস কমিউটার (৩৩/৩৬ ও ৩৪/৩৫) ট্রেন ও আগামী ১৯ জুন থেকে এক জোড়া আজগর পারাবাত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের যাত্রা বিরতি এবং ট্রেন অপারেশন করবে।

ঢাকা/হাসান

সর্বশেষ

পাঠকপ্রিয়