ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশ, ভারত ও চীনের ৩ টিকা পেলো ট্রায়ালের অনুমতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৬ জুন ২০২১   আপডেট: ১৬:২২, ১৬ জুন ২০২১
বাংলাদেশ, ভারত ও চীনের ৩ টিকা পেলো ট্রায়ালের অনুমতি

শর্ত সাপেক্ষে তিন টিকা ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। 

এই তিন টিকার মধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স। অন্য দুটি হচ্ছে ভারতের বায়োটেক ও চীনের টিকা।

তবে মানবদেহে ট্রায়ালের আগে বানরের শরীরের ট্রায়াল দিতে হবে। তারপর সেই কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে। এসব কাগজপত্র বিশ্লেষণ করে বিএমআরসি যথার্থ মনে করলে তারপর মানবদেহে ট্রায়ালের অনুমতি দেবে।

বুধবার (১৬ জুন) বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে গ্লোব বায়োটেকের ডা. মহিউদ্দিন বলেন, আমরা শুনেছি শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। কোনো কাগজ পাইনি এখনো।

ঢাকা/সাওন/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়