ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জুলাই থেকে ফের টিকা কার্যক্রম শুরুর আশা সরকারের

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১৭ জুন ২০২১   আপডেট: ১৬:১২, ১৭ জুন ২০২১
জুলাই থেকে ফের টিকা কার্যক্রম শুরুর আশা সরকারের

টিকা স্বল্পতা এবং সংগ্রহ না থাকার কারণে গণহারে টিকা কার্যক্রম সাময়িক স্থগিত হলেও আগামী জুলাই থেকে ফের দেশে গণহারে টিকা প্রয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মুজিববর্ষে সরকারের উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর ও জমি প্রদান উপলক্ষে এর আয়োজন করা হয়।

টিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কায়কাউস বলেন, ‘যেহেতু টিকা একটি চ্যালেঞ্জ মার্কেট হয়ে গেছে সেহেতু আমরা বলতে পারছি না। আমরা প্রতিদিন অন্তত একেকটা দেশের সঙ্গে যোগাযোগ করছি।  একই সঙ্গে দেশে এটা উৎপাদনের চেষ্টা করছি।’

‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার কাছে আছে সে যদি বিক্রি না করে…আমাদের কিন্তু টিকার জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।  অর্থাৎ আমরা কারো দয়ায় চাই না।  প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছে আমার ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো। যেখোনেই পাওয়া যায় কিনবো। আমরা অনেক দূর এগিয়েছি।  আমরা প্রত্যাশা করছি জুলাই থেকে আবার গণহারে টিকা দিতে পারবো।”

সারাবিশ্বেই ভ্যাকসিনের অপর্যাপ্ততার বিষয়টি ইঙ্গিত করে তিনি বলেন, ‘বর্তমানে ভ্যাকসিন মার্টেটা কিন্তু একটি সেলারস মার্কেট। কেউ কিন্তু বিক্রি করছে না। আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করছি। তখন আমাদের কাছে যে অপশনটা ছিলো সেটা কিন্তু আমরা গ্রহণ করেছি।  এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে খোঁজ নিয়ে দেখতে পারবেন লোয়েস্ট প্রাাইসে আমরা কিন্তু সেটা পেয়েছি।’

‘অল্টারনেটিভ সোর্সের জন্য আমরা দিনরাত খুঁজে বেড়াচ্ছি।  আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউইকে বা ইউরোপ বা চায়না সব দেশেই প্রতিনিয়তই আমাদের রাষ্ট্রদুতেরা এবং আমরা যোগাযোগ করে যাচ্ছি। ইতমধ্যে আরা কয়েকটা দেশের সঙ্গে যোগাযোগ করেছি আশা করছি খুব দ্রুত আমরা টিকা পাবো।’

ড. কায়কাউস বলেন, ‘প্রায়ই শোনা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা পাওয়া যাচ্ছে।  তারা বলছে দিচ্ছে।  কিন্তু এখনও চূড়ান্ত কিছু করেনি।  এখনও দেরি আছে। আমরা কিন্তু কনস্ট্যান্ট সেখানের রাষ্ট্রদূত প্রতিদিনই খোঁজ নিচ্ছে কখন কবে কিভাবে পাওয়া যাবে।’

টিকার স্বল্পতার কারণে ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘সিলেকটিভ মানুষ না…আমরা চেষ্টা করছি প্রায়োরেটি দিচ্ছি যারা মেডিক্যাল স্টুডেস্ট আছে..তারা কিন্তু কোভিড পরিস্থিতিতে কাজ করছে।  এজন্য তাদের দিয়েছি।  যেহেতু আমাদের কাছে টিকা কম আছে।’

‘এখন যদি কাল যদি এক মিলিয়ন পাই তাহলে মেডিক্যাল স্টুডেন্ট আর কিছু নেই। তখন অগ্রাধিকার ভিত্তিতে আমার দেওয়া হবে।”

ঢাকা/পারভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়