ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪৭ দিন পর করোনায় সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৯ জুন ২০২১   আপডেট: ১৭:০৮, ১৯ জুন ২০২১
৪৭ দিন পর করোনায় সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু

ফাইল ফটো

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, ৪৭ দিন পর দেশে আজ (১৯ জুন) সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৪৬৬ জন করোনায় মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুন সকাল ৮টা থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

উল্লিখিত সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯৬৪ জনের। এ নিয়ে বাংলাদেশে মোট ৬৩ লাখ ০৫ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৫ জনসহ এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ। সুস্থতার হার ৯২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯। 

সম্প্রতি সীমান্তবর্তী জেলা রাজশাহী, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ কয়েকটি জেলায় করোনা আক্রান্তের হার বাড়ার পাশাপাশি মৃত্যুও বেড়েছে। এ কারণে বেশকিছু জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসের ২ তারিখ সারা দেশে ৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকা/মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়