ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফাইজারের টিকা নিতে হাসপাতালে ভিড়

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২১ জুন ২০২১   আপডেট: ১৩:৫২, ২১ জুন ২০২১
ফাইজারের টিকা নিতে হাসপাতালে ভিড়

রাজধানীর তিন কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

টিকা নিতে সোমবার (২১ জুন) সকাল থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভিড় করছেন অনেকে। এদের মধ্যে এই কেন্দ্রে নিবন্ধিত নয়, এমন লোকজনও আছেন। কিন্তু টিকা না পেয়ে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে অনেকে। অনেক প্রবাসীও এই কেন্দ্রে এসে ফিরে গেছেন বলে জানা গেছে।

টিকা নিতে আসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরা জানি, কেবল তিন কেন্দ্রে টিকা দেওয়া হবে। তাই খুব সকালে টিকা নিতে এসেছি। কিন্তু এখানে এসে শুনি এই সেন্টারে যারা নিবন্ধন করেছেন, তারাই দিতে পারবেন। অনলাইনে নিবন্ধিত যারা, তারা সুবিধা মতো জায়গায় টিকা নেবে। সেটাই হওয়া উচিৎ। কেন এটা সম্ভব নয়, এটা বোধগম্য হচ্ছে না।’

ঢাকার বাইরে থেকে একজন প্রবাসী এসেছেন টিকা নিতে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘পত্রিকায় জেনেছি এই হাসপাতালে প্রবাসীদের টিকা দেওয়া হবে। তাই এসেছি। এখন শুনছি এখানে যারা নিবন্ধিত শুধু তারাই টিকা নিতে পারবে। আমার জন্য টিকা নেওয়া খুব দরকার। অথচ না নিয়েই ফিরে যাচ্ছি।’

ফাইজারের টিকা কার্যক্রম বিষয়ে ওই হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. রাশিদ বলেন, ‘আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী টিকা কার্যক্রম চালাচ্ছি।’

তিনি বলেন, ‘অন্য কেন্দ্রে যারা নিবন্ধন করেছেন তাদেরকে টিকা দেওয়া হলে এখানে যারা নিবন্ধন করেছেন তারা টিকা পাবেন না। সবাইকে টিকা দেওয়া যাবে, এমন কোনো নির্দেশনা আমরা পাইনি।’

এদিকে, পুরো হাসপাতালে বিভিন্ন বয়সি অসংখ্য মানুষকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। যারা সবাই টিকা নিতে এসেছেন। তাদের বেশিরভাগই টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে টিকার জন্য অনুরোধও জানাচ্ছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এই হাসপাতালে নিবন্ধিতরাই ফাইজারের টিকা পাবেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা এই নিয়মেই টিকা দেবেন।

মেসবাহ য়াযাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়