ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেরাম টিকা না দিলে টাকা ফেরত দেবেই:  অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২৩ জুন ২০২১  
সেরাম টিকা না দিলে টাকা ফেরত দেবেই:  অর্থমন্ত্রী

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউট টিকা দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেবেই।

বুধবার (২৩ জুন) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

অর্থমন্ত্রী বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আনার বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে।  টিকা দিতে চুক্তি অনুযায়ী, কত দিন সময় নিয়েছিল সেটি দেখতে হবে।  ভারতেও টিকার প্রয়োজন।  সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। অবশ্যই এটা ঠিক, তারা টিকা দিতে ফেল করলে টাকা ফেরত দেবেই।

রিজার্ভ চুরির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি হওয়া টাকার বিষয়ে আইনি প্রক্রিয়ায় গেছি।  যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা চলছে।  এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

/হাসনাত/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়