ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের কেনাকাটার সময় ইরাকে বোমা হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ২০ জুলাই ২০২১   আপডেট: ১২:২২, ২০ জুলাই ২০২১
ঈদের কেনাকাটার সময় ইরাকে বোমা হামলা, নিহত ৩৫

ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। দেশটির স্থানীয় সময় সোমবার (ঈদের আগের দিন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ঈদের কেনাকাটার সময় বাগদাদে একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বোমার বিস্ফোরণে অনেক দোকান বিধ্বস্ত হয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের ব্যস্ততম সদর সিটির ওয়হাইলাত মার্কেটে এ বোমা হামলার ঘটনা ঘটে। 

ঢাকা/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়