Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

‘সচিবের মায়ের দেখাশোনায় মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়নি’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১৭:৪৬, ২৪ আগস্ট ২০২১
‘সচিবের মায়ের দেখাশোনায় মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়নি’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, সচিবের মায়ের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে হাসপাতালে ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মা করোনা আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনা ইউনিটে ভর্তি আছেন।  সচিবের মায়ের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে হাসপাতালে ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছি, সে প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো চিঠি ইস্যু করা হয়নি

গণমাধ্যমের খবরে বলা হয়, সচিবের একান্ত সচিব (পিএস) আজিজুল ইসলাম এই ২৪ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন।  তবে বিষয়টি অস্বীকার করেছেন সচিবের পিএস।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (২৪ আগস্ট) আজিজুল ইসলাম বলেন, ‘তালিকার (২৪ জনের দায়িত্ব পালন সংক্রান্ত) বিষয়ে আমি কিছুই জানি না।  সচিব স্যার ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এরপর আমার আর বলার কিছু থাকে না’।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব একনেক বৈঠকে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।   

/আসাদ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়