ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বুধবার বসছে সংসদ অধিবেশন

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩১ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৩১, ৩১ আগস্ট ২০২১
বুধবার বসছে সংসদ অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ফটো)

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হবে জাতীয় সংসদ অধিবেশন। অধিবেশন হবে চার কার্যদিবসের।

করোনা প্রাদুর্ভাবের কারণে দ্রুত অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই অধিবেশনেও সাংবাদিকরা  প্রবেশের অনুমতি পাচ্ছেন না। সংসদের একাধিক কর্মকর্তা এ তথ্য জানান।

জাতীয় সংসদের যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হবে। করোনা পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হয়। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে কেউ সংক্রামিত হতে পারেন। এজন্য শুক্রবারও অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন (বাজেট অধিবেশন)।

ঢাকা/আসাদ/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়