ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদানে ঘুষ দিতে হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২১  
‘গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদানে ঘুষ দিতে হচ্ছে’

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) প্রভাষক ও সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে জাতীয় মেধার ভিত্তিতে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ সরাসরি এ নিয়োগের সুপারিশ করে। কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদানে ঘুষ দিতে হচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে ‘মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদন প্রকাশে এসব তথ্য জানায় টিআইবি।

আরো পড়ুন:

টিআইবি জানায়, এসব ঘুষ বাণিজ‌্যের সঙ্গে জড়িত আছেন স্থানীয় রাজনৈতিক নেতা, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্বে থাকে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও কলেজ পরিচালনার দায়িত্বে থাকে গভর্নিং বডির (জিবি) সংশ্লিষ্টরা। এসব নিয়োগে জনপ্রতি ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়।

গবেষণায় আরও উঠে এসেছে, এসব প্রতিষ্ঠানে সহকারী গ্রন্থাগারিক নিয়োগে ২ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়। এছাড়া, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সরাসরি নিজেদের হাতে থাকায় এতে হয় সবচেয়ে বড় বাণিজ্য। এসব পদে নিয়োগের ক্ষেত্রে সাড়ে তিন লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে।

ঢাকা/ইয়ামিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়