ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘করোনা নিয়ন্ত্রণে থাকলেও সন্তুষ্ট হওয়ার কিছু নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:২৭, ৭ অক্টোবর ২০২১
‘করোনা নিয়ন্ত্রণে থাকলেও সন্তুষ্ট হওয়ার কিছু নেই’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণে থাকলেও এতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দেশের প্রত‌্যেক মানুষকে করোনার টিকা দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এক দিনে আমরা ৮০ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দিতে পেরেছি, যা পৃথিবীর অনেক দেশ পারেনি। করোনার ভ্যাকসিনের জন্য প্রধানমন্ত্রী প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় করেছেন। তিনি প্রতিটি মানুষের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করবেন, যাতে মানুষ সুরক্ষিত থাকতে পারেন। সরকার কিংবা মন্ত্রণালয় সেভাবেই কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জন্য ২০ শতাংশ করোনার টিকা ফ্রি দেওয়ার কথা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কিন্তু তারা দেখেছে, বাংলাদেশ বেশি টিকা দিতে পারে। এ কারণে তারা এখন ৪০ শতাংশ ফ্রি টিকা দিতে চেয়েছে। পাশাপাশি, এ দেশে ভ্যাকসিন তৈরি করতে যা যা করণীয়, তার সবকিছুই করবে তারা। ভ্যাকসিন তৈরি করে শুধু এ দেশের মানুষকে দেওয়াই নয়, প্রয়োজনে অন্যান্য দেশে রপ্তানি করা যাবে।’

মন্ত্রী বলেন, ‘মাদকসেবীকে অপরাধী ভাবা যাবে না, তার প্রতি সহানুভূতি দেখাতে হবে, যেন সে এ ব্যাধি থেকে ফিরে আসতে পারে। এ কারণে মাদকাসক্তকে নয়, মাদককে ঘৃণা করা দরকার। পাশাপাশি এর বিরুদ্ধে দুর্বার আন্দোলনের বিকল্প নেই। কেননা, মাদক যেকোনো জাতিকে দমিয়ে রাখার জন্য অন্যতম সহায়ক উপাদান। এ কারণেই বাংলাদেশে যেন মাদকের ব্যবহার, বেচা-বিক্রি কিংবা সরবরাহ কোনোভাবেই না বাড়ে, সেজন্য কাজ করছে সরকার। সমাজের প্রতিটি মানুষ যদি এগিয়ে আসে, তাহলেই মাদকমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব।’

মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়