ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বায়তুল মোকাররমে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৩৫, ১৫ অক্টোবর ২০২১
বায়তুল মোকাররমে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: রাইজিংবিডি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মসজিদের প্রধান ফটক থেকে আশপাশে অবস্থান নিয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে বিজিবিকে। 

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, মসজিদের সবগুলো ফটক দিয়ে মুসল্লিরা প্রবেশ করছেন। বিভিন্ন বয়সের মুসল্লি জুমার নামাজ আদায় করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।  আশপাশে  টহল অব্যাহত রেখেছে পুলিশ-র‌্যাব। এছাড়াও মসজিদের চতুর্দিকে পুলিশ ও র‌্যাব সশস্ত্র অবস্থায় রয়েছে। পল্টন মোড় ও আশপাশের এলাকায় বিজিবি টহল দিচ্ছে। 

মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ রাইজিংবিডিকে বলেন, আমরা শুনেছি জুমার নামাজের পর এখানে ইসলামী বা সমমনা দলগুলো মিছিল করতে পারে। তবে সেখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রস্তুতি নিয়ে রেখেছি।'

মাকসুদ/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়