ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়া অনুমোদন

সচিবালয় প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১৯ অক্টোবর ২০২১  
জাকাত তহবিল ব্যবস্থাপনা আইনের খসড়া অনুমোদন

জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান খসড়া আইনে ১৪টি ধারা রয়েছে। সরকারিভাবে জাকাত সংগ্রহ ও বিতরণ করা হবে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সরকারিভাবে জাকাতদানে উদ্বুদ্ধ করতে হবে। জাকাত তহবিল গঠন করা হবে। এই তহবিলের অর্থ সরকারিভাবে সংগৃহীত হবে।

প্রবাসী বাংলাদেশি, বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থা থেকে প্রাপ্ত অর্থ যে কোনো তফসিলি ব্যাংকের জাকাত ফান্ডে জমা দিয়ে জাকাত আদায় করতে পারবেন। আর একটি বোর্ড থাকবে। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রী এর চেয়ারম্যান থাকবেন।

তিনি আরো বলেন, জাকাত বোর্ডে সদস্য থাকবেন ১০ জন। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করে দেবে ইসলামি ফাউন্ডেশন। অর্থ কালেকশন ও ডিস্ট্রিবিউশন তারা করবেন। কাকে কীভাবে দেবে এটা তারা ঠিক করবেন। একটি অ্যাকাউন্ট থাকবে, সেখান সবাই অর্থ জমা দেবে। 

আসাদ/এনএইচ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়