Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার সঠিক কিনা, যাচাইয়ের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৫ অক্টোবর ২০২১  
পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার সঠিক কিনা, যাচাইয়ের অনুরোধ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন প্রেরিত যেকোন সুপারিশ ও ডিও লেটার যাচাইপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু’টি ভুয়া সুপারিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর যেকোন সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে  অনুরোধ করা হয়েছে।
 

ঢাকা/হাসান/টিপু  

সর্বশেষ

পাঠকপ্রিয়