ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ছেলে নির্দোষ, দ্রুত মুক্তি দিন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৭ জানুয়ারি ২০২২  
‘ছেলে নির্দোষ, দ্রুত মুক্তি দিন’

‘আমার ছেলে নির্দোষ। বিনা বিচারে দেড় বছরের অধিক সময় কারাগারে রয়েছে। মুক্তি পাচ্ছে না। ছেলেকে মুক্ত করতে আপনারা আমাদের পাশে দাঁড়ান।’

শুক্রবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কলেজছাত্র রনি চন্দ্র মনি দাসের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট থেকে এ দাবি জানান বাবা-মা। এ সময় রনির এলাকার লোকজনও তার মুক্তির দাবি জানান।

রনির বাবা অজিত মনিদাস বলেন, ‘আমরা গরীব। তিন ছেলের মধ্যে রনি বড়।  ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেছে অনার্স পড়ছে। আমার ছেলেকে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে।  আমার নির্দোষ ছেলের মুক্তি চাই। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমার ছেলেকে মুক্তির ব্যবস্থা করে দিন।’

রনির মা অনুকা বলেন, ‘প্রধানমন্ত্রীও একজন মা। একজন মা বুঝতে পারেন সন্তানের বেদনা। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলেকে দ্রুত মুক্তি দেওয়ার আকুল আবেদন করছি।’

জানা যায়, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চন্দনপুর গ্রামের রনির বিরুদ্ধে প্রায় দুই বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। ২০২০ সালের ৩ মে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারেই আছেন রনি।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়