ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চার লেন হচ্ছে সিলেটের কুমারগাঁও-এয়ারপোর্ট সড়ক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:৪৮, ১৪ জানুয়ারি ২০২২
চার লেন হচ্ছে সিলেটের কুমারগাঁও-এয়ারপোর্ট সড়ক

সিলেটের কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট জেলা মহাসড়কটিকে ৪-লেনের জাতীয় মহাসড়ক মানে উন্নীত করার মাধ্যমে সিলেট শহরের যানজট নিরসন করতে যাচ্ছে সরকার।  প্রায় আটশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

সম্প্রতি প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।

‘কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪-লেনে উন্নীতকরণ’  প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। 

প্রকল্পতিতে ব্যয় ধরা হয়েছে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে ব্যয় করা হবে। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ডিসেম্বর ২০২১ হতে জুন ২০২৪ সাল পর্যন্ত।  প্রকল্প এলাকা সিলেট সদর উপজেলা। 

প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

পরিকল্পনামন্ত্রী এই বিষয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট ওসমানী বিমানবন্দরের সাথে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার যানজটমুক্ত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনসহ সিলেটের ভোলাগঞ্জ হতে চলাচলকারি ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের জন্য বিকল্প সড়ক নির্মাণের মাধ্যমে সিলেট শহরে যানজট নিরসন হবে। 

/হাসিবুল/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ