ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বাংলাদেশের কিছু মানুষ দেশের ভালো দেখতে পারে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২১ জুন ২০২২  
‘বাংলাদেশের কিছু মানুষ দেশের ভালো দেখতে পারে না’

জাতীয় সংসদ অধিবেশনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (ফাইল ফটো)

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে কিছু মানুষ আছে, তারা দেশের ভালো দেখতে পারে না। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, সেই স্বপ্ন দেখে তারা। তাদের দেশপ্রেম নেই। কিন্তু, বাংলাদেশ কোনোদিন শ্রীলঙ্কা হবে না। কারণ, বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনার হাতে। তার হাতেই দেশ নিরাপদ আছে এবং থাকবে।’

মঙ্গলবার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ভূমিমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে সুন্দর, গ্রহণযোগ্য ও বাস্তবামুখী আখ্যায়িত করে বলেন, ‘বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, সেটা বাংলাদশে সৃষ্ট নয়। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জ্বালানিসহ সব পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। উন্নত দেশগুলোতেও ডাবল ডিজিটে চলে গেছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতিতে এখনও অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছি।’

প্রস্তাবিত বাজেটকে ‘উন্নয়নবান্ধব’ দাবি করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘একাত্তরের পরাজিত শত্রুরা দেশের অগ্রগতির চাকাকে স্তব্ধ করে দিতে এখনও নানা ষড়যন্ত্র করছে। নানা মিথ্যাচারের মাধ্যমে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ আজ সারা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল, অর্থনৈতিক উদীয়মান দেশ।’

এসএমই খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘ক্ষুদ্র শিল্পে ঋণ দিলে তা শতভাগ আদায় হয়।’

মুহাম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। যখন হলো, তখন বললেন, জোড়াতালি দেওয়া সেতু, কেউ উঠবেন না। কখন কী বলে, কোনো ঠিক নেই। আগামী নির্বাচনে তারা (বিএনপি) কী নিয়ে জনগণের সামনে যাবে? একটা উল্লেখ করার মতো কোনে অর্জন তাদের নেই।’

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়