ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাওনা টাকা না পেয়ে প্রেসক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ৪ জুলাই ২০২২   আপডেট: ০৮:৫৮, ৫ জুলাই ২০২২
পাওনা টাকা না পেয়ে প্রেসক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

পাওনা টাকা না পেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী।

আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তি ঠিকাদারি ব্যবসা করেন, নাম গাজী আনিস (৫০)। তিনি কুষ্টিয়া কুমারখালি উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। 

সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে উদ্ধার করে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

জানা গেছে, ওই ব্যবসায়ী হেনোলাক্স কোম্পানি কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। এনিয়ে গত চার মাস আগে মানববন্ধন করেছেন তিনি। কিন্তু লাভ হয়নি। তাই কোম্পানি পাওনা না পাওয়ায় আজ গায়ে আগুন দিয়েছেন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেড আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বলেন, তার শরীরের মুখমণ্ডলসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। এখন অবস্থা আশঙ্কাজনক।

বুলবুল/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়