ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করলেন মেয়র তাপস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১০ জুলাই ২০২২  
বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করলেন মেয়র তাপস

কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বসে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১০ জুলাই) দুপুরে তিনি ডিএসসিসির নিজস্ব ফেসবুক গ্রুপে লাইভে যুক্ত হয়ে ঢাকা দক্ষিণের ১৪, ১৮, ২২ ও ৪১ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শকদের কাছ থেকে বর্জ্য অপসারণের বিষয়ে জানতে চান এবং দিকনির্দেশনা দেন। পরে ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার জাহান আলোর সঙ্গে কথা বলেন মেয়র। বর্জ্য অপসারণে সন্তোষজনক অগ্রগতি হওয়ায় কাউন্সিলরকে ধন্যবাদ জানান তিনি।  

ডিএসসিসির মেয়র দুপুর ২টা ৫মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মেয়রের একান্ত সহকারী মারুফ রশিদ খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার বিকেল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০, ৫৩ ও ৫৭ নম্বর ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সার্বিকভাবে প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।   

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়