ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদ্মা সেতুতে ট্রাক দুর্ঘটনায় আহত ৩ জন ঢামেকে 

মেডিক্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৮ জুলাই ২০২২   আপডেট: ১০:১৬, ১৮ জুলাই ২০২২
পদ্মা সেতুতে ট্রাক দুর্ঘটনায় আহত ৩ জন ঢামেকে 

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দুই জন নিহত ও তিন জন আহত হন। আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুর ১৩ নম্বর পিলারের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, মো. রাজু খন্দকার ও মো. কাউসার। আহতরা হলেন রাজু খন্দকারের স্ত্রী মুক্তা আক্তার ও তাদের ১০ মাস বয়সী জমজ সন্তান ওমর ফারুক ওরফে আলিফ ও ফাতেমা খন্দকার নূর।  

রাজু খন্দকারের বোন আইরিন খন্দকার লিপি বলেন, শরীয়তপুরে আমাদের সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে খালি সিলিন্ডার ট্রাকে লোড করে পরিবার নিয়ে ঢাকায় আসছিলেন আমার ভাই। পরে পদ্মা সেতুর ওপর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমার ভাইসহ দুই জন নিহত হন, ভাবিসহ দুই শিশু আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল  রেফার্ড করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

রাজু খন্দকারের গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে মীর হাজীরবাগ নবীনগর যাত্রাবাড়ী এলাকায় সপরিবারে থাকতেন। 

 ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 

ঢাকা/বুলবুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়