বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
জেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বাসে হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা
বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে গুলশান-বনানী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সড়কে নেমে অবরোধ করেন। এ সময় তারা হাফ ভাড়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাসে হাফ ভাড়ার দাবি করে আসছেন। কিন্তু বনানী, গুলশানসহ আশপাশের এলাকার চলাচলকরি বাসগুলো তাদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। এ নিয়ে তাদের সহপাঠীদের সঙ্গে অনেক সময় হাতাহাতি কিংবা কথা কাটাকাটির ঘটনাও ঘটছে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা/মাকসুদ/ইভা
আরো পড়ুন