ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২২  
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি

আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা এ দাবি জানান।

তারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার হলেও বিগত চার বছরে চাকরির বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো নির্যাতনের শিকার হতে হচ্ছে।

চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বয়সসীমা ৩৫ থাকার পরও করোনার ক্ষতি পুষিয়ে নিতে আবেদনের বয়সসীমা বাড়িয়েছে। অথচ আমরা ১৯৯১ সাল থেকে ৩১ বছর ধরে এক অচলায়তনের মধ্যে আছি।

চাকরিপ্রত্যাশী সাজিদ সেতু বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দেওয়া হয়েছে। 
 

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়