ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিশুদের নিয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২২  
শিশুদের নিয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন 

কোমলমতি শিশুদের নিয়ে উদযাপন করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা শিশুদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধুর বীর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রামে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের সেবার মাধ্যমে বাঙালি হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সাহসী ও দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে করেছেন পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল। নারীর ক্ষমতায়নে আজ বাংলাদেশ বিশ্বে রোল মডেল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সীমান্ত, সমুদ্র, আকাশ বিজয়ী, বিশ্ব মানবতার মা, গ্লোবাল ওমেন লিডার, এজেন্ট অব চেঞ্জ, শান্তি বৃক্ষ, ভ্যাকসিন হিরো পদকে ভূষিত। যিনি সারা বিশ্বে দীর্ঘ মেয়াদি নারী প্রধানমন্ত্রী ও সরকার প্রধানদের আইকন। তার জন্মদিন সকলের বিশেষ করে নারী ও শিশুর জন্য অত্যন্ত আনন্দের। অনুষ্ঠানের শুরুতেই মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ছোট্ট শিশুদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন  শিশু একাডেমির মহাপরিচালক শরিফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, বাংলাদেশকে আলোকিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এবং বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে দুজন শিশু বক্তা শিশুদের নিয়ে সরকারে গৃহীত কার্যক্রম ও স্মৃতি তুলে ধরে। আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়