ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আর্মি স্টেডিয়ামে বিদেশগামীদের করোনা পরীক্ষা বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৩ অক্টোবর ২০২২  
আর্মি স্টেডিয়ামে বিদেশগামীদের করোনা পরীক্ষা বন্ধ

রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে বিদেশগামীদের করোনা পরীক্ষা আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) থেকে বন্ধ থাকবে। এর পরিবর্তে ৬ অক্টোবর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হবে।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অপরদিকে, ঢাকা সেনানিবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহের কার্যক্রম আর্মি স্টেডিয়াম থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন) স্থানান্তর করার কথা ছিল। সেখানে স্থানান্তরের পরিবর্তে শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে, বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহের কার্যক্রম স্থানান্তর আগামী ৬ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

/মেয়া/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়