ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিশ্বে নারী ক্ষমতায়নের রোল মডেল বাংলাদেশ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১২ অক্টোবর ২০২২  
‘বিশ্বে নারী ক্ষমতায়নের রোল মডেল বাংলাদেশ’

নারী ক্ষমতায়নের অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশে বর্তমানে সংসদ নেতা শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে রওশন এরশাদ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর পদগুলোর দায়িত্ব পালন করছেন এবং তাদের প্রত্যেকেই নারী।

রুয়ান্ডার কিগালিতে ১৪৫তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মলনে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর নেতৃত্বে প্রতিনিধিদল দলের সদস্য শামসুন নাহার বুধবার ফোরাম অফ উইমেন পার্লামেন্টারিয়ানসের বৈঠকে এ কথা বলেন।

এছাড়া সংসদ সদস্য সাহাদারা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।

শামসুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে নারীর ক্ষমতায়নের ব্যাপক উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নারী-উন্নয়নের জন্য সামাজিক-নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশে সাধারণ শিক্ষা, তথ্য ও প্রযুক্তি শিক্ষা ও কারিগরি  শিক্ষাসহ সব শিক্ষা-ক্ষেত্রে নারীদের প্রশংসনীয় উন্নতি হয়েছে।

/আসাদ/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়