ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো’ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১ ডিসেম্বর ২০২২  
ঢাকায় ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো’ শুরু

ঢাকায় ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সেপো উদ্বোধন করা হয়েছে

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সেপো’। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত এ প্রদর্শনীতে ১৫টি দেশের ট্যুর অপারেটর এবং পর্যটন খাতের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। প্রদর্শনী সবার জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত। প্রতিদিন থাকবে একটি করে সেমিনার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রদর্শনীর টাইটেল স্পন্সর বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। কো-স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইন্স।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টি দেশ থেকে এয়ারলাইন্স, হসপিটাল, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং অন্যান্য ট্রাভেল ও ট্যুরিজম খাত সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বিশাল এই এক্সপোর মাধ্যমে পর্যটন খাত আরও এগিয়ে যাবে। ভ্রমণপ্রেমীসহ আয়োজকরা নানা বিষয়ে জানতে এবং সেবা দিতে ভূমিকা রাখতে পারবেন। বর্তমান সরকার পর্যটন খাতকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সে অনুযায়ী কাজ চলছে। আমাদের সেসব দর্শনীয় স্থান আছে, তা অনেকেরই নেই। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সংশ্লিষ্ট সবাই যে যার জায়গা থেকে কাজ করলে, এই খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’

অনুষ্ঠানে আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, ‘ভারত, মালয়েশিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তুরস্ক, আজারবাইজান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভ্রমণ ও পর্যটন খাতে ৪৫ বছর যাবৎ নিরলসভাবে কাজ করছে আটাব। এরই ধারাবাহিকতায় আটাব বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সেপো আয়োজন করেছে।’

আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফ বলেন, ‘এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক সংযোগ ও সম্পর্ক তৈরি হবে এবং দেশের জনসাধারণ বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য, প্যাকেজ ও এয়ার টিকেট সম্পর্কে জানতে পারবেন।’

বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক সংযোগ ও সম্পর্ক তৈরি হবে। দেশের জনসাধারণ বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য, প্যাকেজ ও এয়ার টিকিট সম্পর্কে জানতে পারবেন।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়