ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুড়িগঙ্গায় নৌ পুলিশের মহড়া

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৯ ডিসেম্বর ২০২২  
বুড়িগঙ্গায় নৌ পুলিশের মহড়া

সদরঘাট থেকে জলযান চলাল স্বাভাবিক রাখতে ও আসন্ন বিজয় দিবস উপলক্ষে যে কোনো নাশকতা রুখতে বুড়িগঙ্গা নদীতে মহড়া চালিয়েছে সদরঘাট নৌ পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সদরঘাটে বুড়িগঙ্গা নদীর বাবুবাজার ব্রিজ থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত এ মহড়া চলে।
মহড়ার নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়। 

মহড়া শেষে পংকজ চন্দ্র রায় বলেন, সদরঘাট টার্মিনালের পাশাপাশি বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজের নদী বন্দর সদরঘাট নৌ পুলিশের অধীনে। আমরা যেকোনো বড় প্রোগ্রামের আগে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করি। সদরঘাট থেকে  যাতে জলযান নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্যেই আমাদের এই মহড়া। এই মহড়া বিএনপির সমাবেশের কারণে এমনটা না।

তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম দিনদিন উন্নত হচ্ছে। আমাদের টহলের জন্য কিছু বোট সংকট রয়েছে তারপরেও আমরা কাজ করে যাচ্ছি।

সদর ঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, লঞ্চ ও বিভিন্ন জলযান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মাঝে মধ্যেই মহড়া পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আজকের এই মহড়া।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়