ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযোদ্ধা শামসুল আলমের প্রতি ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৯ ডিসেম্বর ২০২২  
মুক্তিযোদ্ধা শামসুল আলমের প্রতি ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

মহান স্বাধীনতাযুদ্ধের অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলমের প্রতি ঢাকার ভারতীয় হাই কমিশনারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশ এক বার্তায় উল্লেখ করে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মুক্তিবাহিনী কর্তৃক গঠিত যুদ্ধবিমানবিন্যাস ‘কিলো ফ্লাইট’ এর সাহসী যোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, বীর উত্তমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মারকচিহ্ন হিসেবে ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন, যারা ভারতীয় সৈন্যদের সঙ্গে একযোগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করেছেন। যাদের আত্মত্যাগ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির ঘনিষ্ঠ বন্ধনকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে চলেছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় আকাশযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম (৭৪), বীর উত্তম বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়