রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় মহসিন রেজা (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন।
রোববার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক ভুইয়া বলেন, শনিবার দিবাগত রাতে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেলের ড্রাম বনহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
মহসিন রেজার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। খিলগাঁও গোড়ানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নয়া পল্টনে একটি চাইনিজ রেন্টুরেন্টে সিনিয়র গ্রুপ ক্যাপ্টেন হিসেবে চাকরি করতেন মহসিন।
ঢাকা/ইভা
আরো পড়ুন