ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন সেহেলী সাবরিন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৮:৩৬, ৩১ জানুয়ারি ২০২৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন সেহেলী সাবরিন

সেহেলী সাবরিন (ছবি: ফেসবুক থেকে নেওয়া)

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন মন্ত্রণালয়ের মুখপাত্রের ভূমিকা পালন করবেন। পাশাপাশি প্রতি বৃহস্পতিবার মিডিয়াকে ব্রিফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়মিত ব্রিফিংয়ের এমন আনুষ্ঠানিক ঘোষণা এই প্রথম।

সাংবাদিকরা দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিয়মিত ব্রিফিংয়ের দাবি জানিয়ে আসছিলেন। এবার বিষয়টি আনুষ্ঠানিকতা পেল।

সেহেলী সাবরিন ২৪তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেন।

জনকূটনীতির দায়িত্ব নেওয়ার আগে তিনি মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে টেকসই উন্নয়নের উপর ডিগ্রি অর্জন করেছেন।

এদিকে, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্রিফিং হবে। সাংবাদিকরা বুধবারের মধ্যে তাদের প্রশ্ন পাঠাতে পারবেন।
সাংবাদিকরা বুধবার সকাল ১০টার মধ্যে জনকূটনীতি অনুবিভাগের পরিচালক [email protected],  [email protected]
বরাবর ই-মেইল করতে পারবেন। 

গুরুত্বপূর্ণ ইস্যুতে আগের মতো পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের মিডিয়া ব্রিফিং অব্যাহত থাকবে।

ঢাকা/হাসান

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়