ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের পরিচালকের মেয়াদ বৃদ্ধি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৩১ জানুয়ারি ২০২৩  
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের পরিচালকের মেয়াদ বৃদ্ধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ৫ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তাবলী অপরবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়