ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মার্চে কাতার যেতে পারেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৬:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩
মার্চে কাতার যেতে পারেন প্রধানমন্ত্রী

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব (এলডিসি-৫) আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের রাজধানী দোহায় হতে যাচ্ছে। এতে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোহায় যাওয়ার সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরিন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দোহায় আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা আছে।

সেহেলী সাবরিন আরও বলেন, এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলে আমরা আশা করছি।

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় দোহায় এলডিসি-৫ এর সম্মেলনে সরকারপ্রধান শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়