ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৩  
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে গুলশানে তার নিজ বাসভবনে সৌজন‌্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন  ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

বুধবার রাতে তিনি সৌজন‌্য সাক্ষাৎ করেন।

আরো পড়ুন:

সাক্ষাৎকালে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদের ফলে তাদের একই সাথে কারাবরণের স্মৃতিচারণ করেন। এছাড়া ছাত্রজীবনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিবেশে দলের জন‌্য লড়ে যাওয়ার স্মৃতি স্মরণ করেন।

রাষ্ট্রপতি ও ডেপুটি স্পিকার নির্বাচনে পাবনার দুজন রাজনীতিবীদকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

/আসাদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়