ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৩  
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির নেতারা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি।

আরো পড়ুন:

পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, সম্প্রতি স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়