ভাষা শহিদদের শ্রদ্ধা জানালো ‘বাংলায়ন সভা’
সাইফ || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১২:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩

ছবি: রাইজিংবিডি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে ‘বাংলায়ন সভা’। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান ‘বাংলায়ন সভা’ সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ‘বাংলায়ন সভা’র মুখপাত্র ফয়সাল আহমেদ, সম্পাদক জব্বার আল নাঈম, সমন্বয়ক খালেদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন শামস সাইদ, সৌম্য সালেক, গিরীশ গৈরিক, উপমা তালুকদার ও আজিম হিয়া।
উল্লেখ্য, ভাষা আন্দোলন ও ২১ ফেব্রুয়ারির চেতনা ধারণ করে ২১ জন কবি-লেখকের সংগঠন ‘বাংলায়ন সভা’। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। ‘বাংলা বিশ্বময়’ স্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
/সাইফ/
আরো পড়ুন